চট্টগ্রামের গভীর সাগরে নিষিদ্ধ ‘আর্টিসানাল’ ট্রলিং বোট ও ক্ষতিকর ট্রলিং জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে তল্লাশিতে পাওয়া যায় চারটি নিষিদ্ধ ট্রলিং জাল এবং আটক করা হয় ১৮ জন জেলেকে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাঠের তৈরি ছোট নৌকায় অবৈধভাবে ইঞ্জিন সংযোজন করে এসব নৌকাকে ট্রলিং বোটে রূপান্তর করা হয়। এরপর এতে যুক্ত করা হয় আধা ইঞ্চি ফাঁসের ক্ষতিকর ‘বেহুন্দি জাল’। এসব জালে ছোট রেণু মাছ, ডিমওয়ালা মা মাছসহ সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ বহু প্রাণী সহজেই ধরা পড়ে। ফলে সাগরে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

এই কারণে বঙ্গোপসাগরে ট্রলিং বোট ও বেহুন্দি জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।