জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার অনলাইন মাধ্যম কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বছরপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম ব্যুরো অফিসে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
তিনি বলেন, মাত্র ১ বছরে কালের কন্ঠ মাল্টিমিডিয়া পাঠকের প্রত্যাশা পূরণে অনেকটা পথ এগিয়ে গেছে। আশা করি, এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম হয়ে উঠবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
কালের কন্ঠের পক্ষে উপস্থিত ছিলেন কালের কন্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মোস্তফা নঈম, স্টাফ রিপোর্টার ফারুক মুনির, এনায়েত মিঠু প্রমুখ।