নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

গত ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়নের অধীনস্থ রেজুপাড়া বিওপি এর টহলদল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। সীমান্ত পিলার ৪১/২-এস হতে প্রায় ৫.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে করইবুনিয়া এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে টহলদল দ্রুত অভিযান চালায়।

তবে মাদক কারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কেউ আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিজিবির অভিযান বৃদ্ধি এবং সীমান্তে তৎপরতার কারণে মাদক পাচারকারীরা চরম চাপে রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। এসব অভিযান সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

বিজিবির বক্তব্য: কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।”