অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে খাদ্য গুদামে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের সূচনা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী বজলুর রহমান এবং ওসি এলএসডি রবিউল ইসলাম প্রমুখ।

মাসিক সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সমন্বয় ও আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসার বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারি গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দনি তালুকদার, আনোয়ার হোসেন হিটলু, বিআরডিবির চেয়ারম্যান মোমিনুর রহমান তালুকদার মীম প্রমুখ। সভায় উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কঠোর ভুমিকা পালনসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সদর উপজেলায় দুই সাবেক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন সূচনা কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের পরিচালক ও শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মেছড়া ইউনিয়নের রূপসা গ্রামে বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ভাই, সাবেক শিক্ষার্থী মোঃ জুয়েল রানা (২৫) ও মোঃ রুবেল রানা (৩২), উভয়েই রূপসা গ্রামের মৃত সামাদ ব্যাপারীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে ক্লাসরুমে বসার আসন নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর টিউবওয়েলের হ্যান্ডেল ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। প্রাণ বাঁচাতে শিক্ষক মঞ্জু দৌড়ালেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় শিক্ষকের মেয়ে সাথী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় দুই অভিযুক্তের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

প্রভাষকের মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা ফজলুল হক গাজী (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফজলুল হক গাজী উপজেলার ভেটখালী তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে এবং স্থানীয় দরগাপুর এনডিএস ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।

মানববন্ধন

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.মাহমুদুর রহমান-সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ এপ্রিল) দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে দুপুর ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবন্দ অংশগ্রহন করেন। এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী।

বিতর্ক প্রতিযোগিতা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকার, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মূসা কলিমুল্লাহ্, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।

কৃষি প্রণোদনা বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রদান

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী সিটি কলেজের ছাত্র মোঃ রাহিসুল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক জানে আলম, সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, মারুফ হোসেন প্রান্ত, যুগ্ন সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক আবু ওবাইদা, জেলা নাগরিক পার্টির সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম কবির, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু, বোরহান উদ্দিন, ওয়ারিওস অফ জুলাইয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখপাত্র ইরাদ হোসেন প্রমুখ।

শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা সংবাদদাতা: মালিক শ্রমিক ভাই ভাই আলোচনার মাধ্যমে সমাধান চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বল্লমঝাড় ইউনিয়ন শাখার আয়োজনে শ্রমিক সম্মেলন ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সদর উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে এই শ্রমিক সম্মেলন ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অপরাধ দমনে অভিযান

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের ওসি মনির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী, দাগী আসামি, মাদক বিরোধী বিশেষ অভিযানে নেমেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (২৮শে এপ্রিল) আনোয়ারা থানার সকল গ্রাম পুলিশ ও থানার সকল সদস্যদের নিয়ে সন্ত্রাসী, দাগী আসামি, মাদক বিরোধী বিশেষ অভিযানে আনোয়ারা থানা পুলিশ কঠোর অবস্থানে থাকার জন্য নির্দেশ দেন ওসি মনির হোসেন। এপর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশের হামলা, দাঙ্গা, ডেবিল হান্ট সহ ৪০/৫০ পর্যন্ত গ্রেফতার করেছে।