মব জাস্টিস কোনো রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, যেভাবেই হোক, এ ধরনের বিচার বহির্ভূত সহিংসতা বন্ধ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন,

"বিপ্লবের মাধ্যমে জাতি মুক্ত হয়েছে, জনগণ আপনাদের শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু মব জাস্টিসের মাধ্যমে এই জাতিকে কলঙ্কিত করবেন না। এটি জাতির সব অর্জন নষ্ট করে দিতে পারে।"

তিনি আরও বলেন, "মব জাস্টিস কারও জন্য স্বস্তিদায়ক নয়। এতে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত হয়, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীও চাপে পড়ে। মানুষকে পিটিয়ে হত্যা করা একটি গুরুতর অপরাধ। তাই সবাইকে একসঙ্গে মব জাস্টিস বন্ধে উদ্যোগী হতে হবে।"

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম চৌহান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন, রবিউল হাসানসহ আইনজীবী ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

গাজীপুর আদালতের জিপি মোস্তফা কামাল, পিপি আবু তাহের, অতিরিক্ত পিপি মিজানুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন শাহ, সাবেক সভাপতি মুজিবুর রহমান,প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রেজল বারী বাবুল, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ইজাজ আহমেদ মিলন,ইফতেখার রায়হান প্রমুখ সভায় মতবিনিময়ে অংশ নেন।

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা মব জাস্টিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাই একমত হন যে, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ করা হয়।