নাটোরে জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে আলোচনা সভা করেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগ নাটোর জেলা শাখা। গতকাল শুক্রবার সকাল দশটায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি। প্রধান অতিথি বলেন, একটি বৈষ্যম্যহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমীরে জামায়াত যে পরিকল্পনা হাতে নিয়েছেন তার ডাকে সাড়া দিয়ে আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবো ইনশাল্লাহ। জুলাই বিপ্লবে ছাত্রজনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে, আহত হয়েছে পুঙ্গুত্ববরণ করেছে একটি বৈষম্যহীন চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য । জামায়াতে ইসলামীর ডাকে সাড়া দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নাটোর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ শেলীর সভাপতিত্বে মাসুমা নাসরিন এবং নিলুফার নূরানীর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি দায়িত্বশীলা রাজশাহী অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মুস্তাজিয়া বানু সহকারী দায়িত্বশীলা রাজশাহী অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে৷ আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা, অধ্যাপক ইউনুস আলী নায়েবে আমীর নাটোর জেলা, জুবাইদা কাঁকন সহকারী সেক্রেটারি, ওয়াহিদা খাতুন সভানেত্রী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা নাটোর জেলা, আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা তাইয়েবা তাহরীন , শহীদ আকিবের মা মারজিয়া সুলতানা ডেইজি, জুলাই যোদ্ধা পুলিশের গুলীতে আহত রাহীর মা কাজী নাজনীন মিতা প্রমুখ। জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই বিল্পব হয়েছিল বিগত ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি আন্দোলনের ফল। বিগত সময়ে আমাদের অনেক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অনেক নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে গুম করা হয়েছে। আয়না ঘরে নির্যাতন করা হয়েছে। ছাত্র জনতার গণহত্যা চালানো হয়েছে। এ সকল রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশ গড়তে হলে আগামীতে আমাদের দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে। তাহলেই আমরা এই অভ্যুত্থানের সুফল পাব।