বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ. কে. এম ফজলুল হক বলেছেন, “অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব ও নৈতিক কর্তব্য।” শনিবার কোতোয়ালী থানাধীন বক্সীরহাট ওয়ার্ডের ভাঙাপুল সংলগ্ন ‘আল নূর জামে মসজিদ’ ও এর পাশের এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের উচিত ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃসংস্কার এবং ঘর হারানো মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দায়িত্ববোধ থেকে এই ধরনের সহযোগিতায় অংশ নেওয়া উচিত সকলের।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আমীর ও মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এতে আরও বক্তব্য রাখেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের, বক্সীরহাট ওয়ার্ড আমীর ও থানা কর্মপরিষদ সদস্য সাইয়্যেদ মোহাম্মদ আলী, পাঁচলাইশ থানা সহকারী সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং বক্সীরহাট ওয়ার্ড নায়েবে আমীর ফজলুল হক। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।