চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২৭ জন ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ, ৫ জন শিশু ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছে। গতকাল সোমবার ভোর রাতে ভোলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়। মহানন্দা ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
৫৯ বিজিবি জানায়, গতকাল সোমবার ভোররাত ৪টার দিকে ৫৯ বিজিবি’র অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৭ জন ব্যক্তি পাসপোর্ট ব্যতীত বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করে। বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতে যান। তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন তথ্য নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপি’র বিশেষ টহল দল গত রোববার রাত প্রায় সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে ৪৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। প্রসঙ্গত, বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবত ৬২০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২২,১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। এ ব্যাপারে মহানন্দা ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান রোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।