বগুড়ার শেরপুরে ভাইরাল জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সাদাত (১৩) আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল হোসেন ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা পারভিন রিতা দম্পতির ছেলে এবং আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে মিনি জাফলং ক্ষ্যাত জোড়গাছা ব্রিজে বাঙালি নদীতে নানার সাথে ঘুরতে আসে সাদাত। হঠাৎ পানিতে নেমে জলকেলি করতে করতে ডুবে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রাম। ওই গ্রামটির মধ্যে দিয়েই বহমান বাঙালী নদী। এই নদীটির ওপর একটি ব্রীজও রয়েছে। যার নাম বেলগাছী ব্রীজ। বছরখানেক আগে বাঙালি নদী খনন করা হয়। ফলে ব্রীজের নিচে নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর জমে যায়। যা ঈদের এক সপ্তাহ আগে ছবি ও ভিডিও ধারণ করে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেন স্থানীয় দুই যুবক। যাকে স্থানীয়ভাবে ‘মিনি জাফলং’ বা ‘গরীবের জাফলং’ নাম দেওয়া হয়। এরপর মুহুর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। এমনকি মাত্র দুইদিনেই আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে ভাইরাল হয়ে যায় ওই স্থানটি। পরবর্তীতে ঈদের দিন থেকে এই স্থানটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে।