সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : নির্বাচনের শেষ মুহূর্তে এসে বিএনপি সীতাকু- আসনে (চট্টগ্রাম -৪) প্রার্থী বদল করল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুন্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করে বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশাকরি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না। এর আগে বিএনপি মনোনয়ন পেয়ে মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজি সালাউদ্দিন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, মোঃ বখতিয়ার উদ্দিন সালেহ আহমদ সলু, আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সেলিম, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, সালামত উল্লাহ সালাম, ফজলুল করিম চৌধুরী, রোকন মেম্বার, সাহাব উদ্দিন রাজু, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, মোঃ সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম, আ.ন.ম আলমগীর (সাবেক মেম্বার), এডভোকেট নাছিমা আক্তার ডলি, এডভোকেট আইনুল কামাল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অমলেন্দু কনক, আসলাম উদ্দিন, মোঃ জিয়া উদ্দিন, মোঃ শাহেদ, মোঃ ইসমাইল, মো. কামরুল ইসলাম বাবলু প্রমুখ।