পিরোজপুর সড়ক উপ-বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ উক্ত উপ-সহকারী প্রকৌশলীকে একাধিকবার চিঠি দিয়ে ও তার কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। এমনকি অদ্যাবধি তিনি কর্মস্থলেও যোগদান করেননি। পিরোজপুর সড়ক বিভাগ ঐ কর্মকর্তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি করেও কোন ফল পাওয়া যায়নি।

পিরোজপুর সড়ক বিভাগে যোগাযোগ করে জানা যায় পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দপ্তরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সাথে কোন ধরণের যোগাযোগও করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ বিষয় আবুল খায়ের সুমনকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই।