হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৪টি মামলা দায়ের করা হয়। প্রত্যেককে ৪০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।