নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রটি অতি বর্ষণ এবং পার্শ্ববর্তী পুকুর ও ডোবার পানি উপচে পড়ায় মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথসহ চারপাশ পানিতে নিমজ্জিত হওয়ায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দোতলা স্বাস্থ্যকেন্দ্রটির চারপাশের জলাশয়ে হাঁটু সমান পানি জমে আছে এবং কচুরিপানায় পরিপূর্ণ। কেন্দ্রটিতে প্রবেশের একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় এবং টানা বর্ষণে সেটি ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। ফলে স্বাস্থ্যকর্মীসহ সেবা নিতে আসা রোগীদের একটি পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আকরাম উল্লাহ জানান, প্রতিদিন শতাধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসলেও বর্তমানে জলাবদ্ধতার কারণে সেবাগ্রহীতার সংখ্যা অনেক কমে গেছে। তিনি আরও বলেন, কিছুদিন আগে একজন রোগী কেন্দ্রে আসার পথে পিছলে পড়ে গুরুতর আহত হন, যাকে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের পাশের পুকুরগুলো স্থানীয়রা মাছ চাষের জন্য ব্যবহার করলেও সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেয় না। পুকুরগুলোর পাড় ভেঙে পড়ায় এবং কচুরিপানায় ভরে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের মতে, পুকুর সংস্কার করে পাড় বাঁধাই করে দিলে যেমন জলাশয়ের সৌন্দর্য বাড়বে, তেমনি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের রাস্তাও তৈরি হবে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত একটি রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।