সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছু যাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ ্ হাসপাতালের অধ্যক্ষ ডা.কামরুল হাসান পারভেজ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হজ্বের মত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালনের আগে প্রত্যেক হজ্বযাত্রীর জন্য ইসলামী শরীয়ত, কুরআন ও হাদীসের আলোকে সঠিক ধারণা রাখা জরুরি। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজ্ব পালনকারীরা যাবতীয় নিয়ম-কানুন ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন।