আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রচার বিভাগীয় দায়িত্বশীলদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আসন কমিটির সহ-পরিচালক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন।
মূল দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন বাকলিয়া থানা আমীর ও প্রচার বিভাগীয় সেলের আহ্বায়ক সুলতান আহমদ।
কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ এবং আসন কমিটির সচিব তৌহিদুল ইসলাম আজাদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, আসন কমিটির সদস্য হামিদুল ইসলাম, এইচএম এমদাদ উল্লাহ, প্রচার বিভাগীয় সেলের সদস্য আরিফুল ইসলাম, আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের করণীয়, প্রচারণার কৌশল ও সাংগঠনিক কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।