সাতকানিয়া সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তার হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ন্যস্ত হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি এ দেশে কায়েম হতে পারবে না।
শাহজাহান চৌধুরী আরও বলেন, যারা ‘হ্যাঁ’ ভোটের বিজয় ঠেকাতে চায়, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তারা দেশ ও জাতির শত্রু। তারা নতুন করে আবারও ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল সোমবার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে আয়োজিত বিভিন্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে। প্রকৃত অর্থে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা কোরআন ও হাদিসের আলোকে নারীদের সম্মান, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। নিজের অতীত ভূমিকার কথা উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া–লোহাগাড়া আসনে দুইবারের এমপি হিসেবে আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করেছি। এই এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে ভূমিকা রেখেছি। আগামীতে জনগণের ভোটে পুনরায় এমপি নির্বাচিত হতে পারলে সাতকানিয়া-লোহাগাড়ার সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।
তিনি উপস্থিত সকলের প্রতি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানার আমীর মোহাম্মদ ইসমাইল, সাতকানিয়া উপজেলা জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত নেতা নুরুল হক, ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফৌজুল কবির, নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন, সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম তারেক, ইউপি সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী মাহমুদুল হক পেয়ারু, মো. শাহ আলম, রেজাউল করিম ও মোহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।