ফেনী সংবাদদাতা : সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে (পুরুষ-মহিলা) উঠান বৈঠকে বক্তব্য রাখেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো ফখরুদ্দীন মানিক। তিনি বলেন, আমাদের সমাজে নারীরা অবহেলিত। তথাকথিত নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়নের কথা বলে সবাই তাদেরকে ঠকিয়েছে। ইসলামই নারীদের পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। একজন নারীকে ইসলাম তার অবস্থা ভেদে মেয়ে , স্ত্রী, এবং মা হিসেবে সম্মানিত করেছে। আমরা তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা তৈরির ব্যাবস্থা করবো। যাতে তারা অবহেলিত অবস্থায় থাকতে না হয়।

ইউনিয়ন আমীর মাষ্টার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, উপজেলা আমীর মাওলানা মো মোস্তফা, পৌরসভার আমীর মাওলানা কালিম উল্লাহ,সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ।