যশোর সংবাদদাতা : মানবতার সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাঘারপাড়ার আল হেলাল ট্রাস্ট। গত ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানেসহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা প্রদান করা হয়।
এই ক্যাম্পের উদ্বোধন করেণ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। আমরা ওয়েলফেয়ার পলিটিক্সে আস্থাশীল। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, তিনি নির্বাচিত হলে বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি বলেন, সেবা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে আমরা একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেণ। রোগীদের বিভিন্ন অসুস্থতা অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতেরসহকারী সেক্রেটারি জনাব বেলাল হুসাইন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার নাসির হায়দার।