ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল (অনার্স) মাদরাসার অনার্স বিভাগের উদ্যোগে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাদরাসা শিক্ষার ভূমিকা শীর্ষক এক সেমিনার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্সেস অব হাদীস ও ইসলামীক স্টাডিজের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম। প্রবন্ধের উপর আলোচনা করেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্সেস অব হাদীস ও ইসলামীক স্টাডিজের বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল কালাম, ফকিহ ও চেয়ারম্যান, আঞ্জুমানে ফালাহিল মুসলিমিনের, মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ।
প্রধান অতিথি বলেন, মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের মধ্যে এখনো কিছুটা আইডেনটিটি সংকট বা কিছুটা কমপ্লেক্স কাজ করছে। এটার কারণ বহু বছর যাবৎ মাদরাসা শিক্ষার্থীরা বৈষম্যের শিকার ছিল। অবহেলিত ছিল। তাদের এই ধারণা দেয়া হত যে মাদরাসায় পড়ে মসজিদের ইমাম আর মাদরাসার মোদাররেস ছাড়া তারা আর কোন কাজের যোগ্য নয়। এখন মাদরাসা থেকে পাশ করে বিসিএস ক্যাডার হচ্ছ, ডাকসুর ভিপি, জিএস হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। বক্তাগণ বলেন, এখনো মাদরাসার প্রতি পুরোপুরি সুবিচার করা হচ্ছে না। যেখানে প্রায় ১৬০০ হাইস্কুল সরকারি করা হয়েছে সেখানে সারা বাংলাদেশে মাত্র ৩টি সরকারি মাদরাসা আছে। তিনি প্রতি জেলায় অন্তত একটি মাদরাসাকে সরকারি করণের দাবি জানান।