"শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি"—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সা‌ড়ে ১১টায় শহরের কাউতলি মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রোকন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আকতার হোসাইন।

প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ।

আরও উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সে‌ক্রেটা‌রি মাওলানা আমিনুল ইসলাম, জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার বলেন, “দেশের উৎপাদন ও উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা, অথচ তারাই সবচেয়ে অবহেলিত। ইসলামি আদর্শই পারে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে।”

বিশেষ অতিথি মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ বলেন, “শ্রমিক দিবস কেবল স্মৃতির নয়, এটি আত্মজাগরণের দিন। সমাজে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।”

মাওলানা আমিনুল ইসলাম বলেন, “ইসলাম শ্রমিকের ঘামের উপার্জনকে পবিত্র ঘোষণা দিয়েছে, তাই তাদের অধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসতে হবে।”

মো. জুনায়েদ হাসান বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই সময়ের দাবি।”

সভাপতি মো. রোকন উদ্দিন বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের অনন্য প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি তাদের, যাদের ত্যাগের ফলে আজ শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনায় এসেছে। অথচ এখনও দেশের বহু শ্রমিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত।”

তিনি বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক ও পারস্পরিক সম্মান ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়। তাই ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’—এই প্রতিপাদ্য বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।”

সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক নেতা ও সর্বস্তরের শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।