নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিন ব্যাপী ‘বাংলাদেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বাসস এর নাটোর প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন। বাংলাদেশ ব্লাইন্ড মিশন আয়োজিত কর্মশালায় সংগঠনের ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার আবেদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের সংগঠক নাসির তারেক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ন্যাশনাল কনসালটেন্ট সুভাশিষ মহন্ত ।
বক্তারা বলেন, তামাকজাত পণ্যে নিকোটিন, আর্সেনিক, ডিডিটি, আলকাতরা, ফরমালিন, বিটুমিনসহ চার হাজারের অধিক ক্ষতিকর রাসায়নিক রয়েছে। এরমধ্যে তেতাল্লিশটি ক্যান্সার তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে। এর প্রভাবে বাংলাদেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে মারা যাচ্ছে। যা দেশের মানুষের জন্য বিশেষ হুমকি হয়ে দাড়াবে। তামাক ব্যবহারকারী ছাড়াও এর সংস্পর্শে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকি তথা মৃত্যু ঝুঁকিতে থাকেন। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহন করা বিশেষ প্রয়োজন।
দিনব্যাপী এই কর্মশালায় নাটোর জেলায় কর্মরত পঁচিশজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী অংশগ্রহন করেন।