পঞ্চগড় সংবাদদাতা: দেশের ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পঞ্চগড় জেলা শেরে পার্কের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সম্বনয়ক পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পঞ্চগড়ের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তব্যতা অবিলম্বে দেশের ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও ওমপিওভুক্ত করার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, দেশ প্রতিবন্ধী বিদ্যালযের পরিচালক মো: জহিরুল ইসলাম, তেঁতুলিয়া ভজনপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারসহ অনেকেই। মানববন্ধন শেষে তারা একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।