শ্রীপুর, মাগুরা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অস্ত্র ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ডাকাতদল টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে রেখে দ্রত পালিয়ে যায়।

ভুক্তভোগী এনজিও কর্মী শিরিনা রায় জানান, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনকারী ব্যাগ, সোনা-দানা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুসি মারি। মরে তো আমি যাবোই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সাথে লড়াই করেছি। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে গেলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। পরে দেখি একটা অস্ত্র পরে আছে।