লালমনিরহাট সংবাদদাতা : গতকাল রোববার সকাল ১১ টায় লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট সদর- ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, এসময় তিনি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং ইসলামী জীবন বিধান কায়েম ও দূর্নীতি মুক্ত লালমনিরহাট গড়ে তোলাসহ যুব, তরুন, বয়স্কদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
সে জন্য আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
হারুন অর রশীদ, দীর্ঘ দিন ধরে লালমনিরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের প্রত্যকটি এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি জনসংযোগে ইতোমধ্যেই সাধারণ মানুষের নিকট ব্যাপক পরিচিত অর্জন করেছেন। তিনি নির্বাচনী একটি এস্তেহার সাংবাদিকদের নিকট তুলে ধরেন, নি¤েœ পেশ করা হলোঃ
জামায়াত প্রার্থী( লালমনিরহাট সদর - তিন) ....
প্রভাষক মোঃ হারুন অর রশিদের প্রতিশ্রুতি
১. রাষ্ট্রের টাকা আত্মসাৎ বন্ধ করা।
২. বেকারত্ব দুরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা।
৩. তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ কমাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা।
৪. দেশের গর্বিত নাগরিক হিন্দু ধর্মাবলম্বী ভাই -বোনসহ , সকল ধর্মের বর্নের মানুষের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
৫. সকল সন্ত্রাসবাদ ও চাঁদাবাজি বন্ধ করে , বসবাসযোগ্য ও নিরাপদ লালমনিরহাট সদর তৈরি করা।
৬. আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভিত্তিতে উন্নত শান্তির নগরী তৈরী করা ।
৭. তরুণ প্রজন্মকে স্বনির্ভর হিসেবে তৈরি করা।
৮. সবার লালমনিরহাট সদর তৈরি করা।
৯. কৃষক, শ্রমিক ও সকল পেশাজীবীদের অধিকার নিশ্চিত করা এবং
১০. সদরের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে মডেল লালমনিরহাট সদর তৈরি করা।
আমরা এসেছি কথা দিতে নয়,কাজ করতে ইনশাআল্লাহ।