খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলীতে আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এসময় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের একজন পশু চিকিৎসক গুলীবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মো.বজলুর রহমানের ছেলে এবং আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শী চায়ের দোকানি বলেন, রাত ৯ টার দিকে ২ টি মোটর সাইকেলযোগে ৪ জন সন্ত্রাসী ওই চায়ের দোকানে আসে। উপস্থিত জনতা কিছু বুঝে ওঠার আগে ফাঁকা গুলী করে। স্থানীয়রা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এসময় দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী চায়ের দোকানে ভেতরে ঢুকে এমদাদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলী করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তারা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষের মাথায় গুলী করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক। স্থানীয়রা জানান, সাংবাদিক এমমাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি পত্রিকায় কর্মরত ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে দুই জন গুলীবিদ্ধ হয়। তাদের দুই জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর এমদাদুল নামের একজন মারা গেছে। আর চিৎিসক দেবাশীষ চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলীবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলীবিদ্ধ হয়েছেন। আমরা যতোটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”