পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এর সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ডিসেম্বর বেলা ১১টায় পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ফরহাদ হোসেন, ডিআইও ১ ডিএসবি মো: মোক্তারুল ইসলাম, চ্যানেল ৭ ও দৈনিক খবরপত্র পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিম, দেশ টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সীদ্ধার্ত কর্মকার, মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আপেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চান তিনি।

তিনি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ হয় এই জন্যই এতো এরেস্টেড ম্যান। এসপি পরিবর্তন, ওসি পরিবর্তন। এটা কিন্তু সংসদ নির্বাচনকে সুন্দর করে করার জন্য। যাতে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারি।

এ নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা জন্য যে পরিবেশ দরকার। আমাদের টারগেট হলো সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি। মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে। সেই পরিবেশটা তৈরী করে দেয়া আমাদের কাজ। আমরা আপনাদের সাথে নিয়ে সেই কাজ করবো।

এসময় সাংবাদিকরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।