ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির খুড়িয়া ডাঙ্গা থেকে আমডুঙ্গী হাট পর্যন্ত যাতায়াতের বহুল প্রত্যাশিত সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচুরা কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হলেও অবশেষে পাকা সড়ক নির্মাণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলবাড়ী এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এ সড়ক নির্মাণ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ৬৬২ টাকা। ৩ হাজার ২৫০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের ফলে খুড়িয়া ডাঙ্গা, আমডুঙ্গীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে।
বিশেষ করে আমডুঙ্গী হাটে পণ্য আনা-নেওয়া এখন অনেক সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে হাটে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন সড়কটি নির্মিত হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলেও গতি এসেছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সড়কটি নির্মাণ হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।
উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।