রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারী নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. তানভীর আহমেদ জানান, ভোরে তিনি হেঁটে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।

এ সময় স্টেশন সংলগ্ন সড়কের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মজিদ জানান, মঙ্গলবার রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পারি রাতে ওই নারী অসাবধানতাবশত বনানীর সৈনিক ক্লাবে রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।