গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম আলিম। সে সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জনও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কামারদহ ইউপির মধ্য মাস্তা গ্রামের গুরুতর আহত খলিল (৩০) ও রানা (৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় স্থানান্তর করা হয়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে পান্থাপাড়া মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে পথচারী আলিমকে ধাক্কা দেয়।

এসময় পিছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলিম। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীদের গোবিন্দগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।