দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় খোকন মিয়ার প্রায় ৩০ শতক (এক কানি) জমির ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় করেছে একদল দুর্বৃত্ত। গত ১৫ বছর ধরে আধুনিক ‘মাচা পদ্ধতিতে’ লাউ চাষ করে আসছিলেন খোকন মিয়া। তার এই অভাবনীয় সাফল্যের খবর সম্প্রতি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। খোকন মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে গভীর রাতে দুর্বৃত্তরা তার বাগানে হামলা চালায়। সরেজমিন গিয়ে দেখা যায়, খোকন মিয়ার মোট ৩ কানি জমির বাগানের মধ্যে প্রায় ১ কানি জমির সব গাছ কেটে ফেলা হয়েছে। মাটিতে পড়ে আছে শত শত কচি লাউ ও নষ্ট হওয়া লতা।ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই কৃষক। এই বাগানে ১০-১২ জন শ্রমিকের কর্মসংস্থান হতো, যারা এখন অনিশ্চয়তার মুখে। খোকন মিয়া জানান, এটিই প্রথম নয়, এর আগেও একইভাবে তার বাগান নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত খোকন মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি হাড়ভাঙা পরিশ্রম করে এই বাগান সাজিয়েছিলাম। আমার পরিবার এই আয়ের ওপর নির্ভরশীল। আমাকে নিঃস্ব করতেই তারা এই ষড়যন্ত্র করেছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।” তার স্ত্রী আকলিমা আক্তার পাখি ও প্রতিবেশীরা জানান, এই ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। একজন পরিশ্রমী কৃষকের সাথে এমন শত্রুতা মেনে নেয়া যায় না। স্থানীয়রা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছেন।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে পূর্বশত্রুতার জেরে লাউ বাগান ধ্বংস করলো দুর্বৃত্তরা
গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদলতুলি এলাকায় খোকন মিয়ার প্রায় ৩০ শতক
Printed Edition