কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা : দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন, কক্সবাজার প্রেসক্লাবের জমিদাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরান, দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করে কক্সবাজার প্রেসক্লাব।
০১ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে উক্ত দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। পবিত্র খতমে কোরান ও দোয়া মাহফিল পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইউম।
এছাড়াও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শাহাজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মরহুমা বেগম জিয়া ও তাঁর দল বিএনপি কক্সবাজারের প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছে। শুধুমাত্র কক্সবাজার প্রেসক্লাবের জমিদানই নয়; লবণ শিল্পের উন্নয়ন, কৃষকের ঋণ মওকুফ, সড়ক, ব্রীজ নির্মাণসহ নানা ভাবে কক্সবাজারকে তিনি এগিয়ে নিয়েছেন।
উক্ত শোক সভায় আরও আলোচনা করেছেন-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সহ সভাপতি কামাল হোসেন আজাদ, প্লেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদ, এড. আবু ছিদ্দিক ওসমানী, এম আর মাহবুব, জেলা যুবদল নেতা সৈয়দ আহমদ উজ্জ্বল, ওলামা দলের সভাপতি আলী আহসান।
শেষে বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় এক মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।