কয়রা (খুলনা) সংবাদদাতা : কয়রা বাজারের ব্যবসায়ী “আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী ও জামায়াত কর্মী বাবুল হোসেন (৩৪) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন। তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে, পিতা-মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি কয়রা উপজেলার মোমিন মার্কেটের ভিভো মোবাইলের শোরুম “আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ” স্বত্বাধিকারী ছিলেন ও কয়রা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী ছিলেন। মরহুমের পিতার নাম ওজিয়ার রহমান মোল্লা । রবিবার মাগরিব বাদ ২নং কয়রা মালী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

বাবুল হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্যাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান,

উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল, জামায়াতে ইসলামীর কয়রা সদর যুব বিভাগের সভাপতি হাফেজ ডি এম জাহিদুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ, হাফেজ আবুল কাশেম, ৫নং ওয়ার্ডের জামায়াত সভাপতি হাফেজ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মহান রবের কাছে প্রার্থনায় মরহুমেন জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে শোকবাণীতে বলেন, মরহুম বাবুল হোসেন ইতোমধ্যে দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্ত সফর। এই সফরে মহান আল্লাহ তার একান্ত সাহায্যকারী হোন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।