লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে মোহরকয়া বাজারের একজন ডিলারের বিরুদ্ধে। উপকারভোগীদের অভিযোগ সরকার নির্ধারিত ৩০ কেজি চাউলের পরিবর্তে তারা পাচ্ছেন ২৫ থেকে ২৭ কেজি চাউল। বুধবার (১৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কয়েকজন জানান, সরকারিভাবে প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকায় ৩০ কেজি চাউল পাওয়ার কথা থাকলেও ডিলার বশির উদ্দিন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত কম দিচ্ছেন। তারা বলেন, “সরকার গরিব মানুষের জন্য যে চাউল দিচ্ছেন, তা থেকেই যদি কাটছাঁট করা হয় তাহলে আমরা যাব কোথায়?” অভিযোগের বিষয়ে ডিলার বশির উদ্দিন বলেন, তিনি খাদ্যগুদাম থেকে চাউল ওজন করে নেননি, আবার বিতরণের সময়ও ওজন করে দেননি।এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপকারভোগীদের মতে, সরকারি খাদ্য সহায়তার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি জরুরি।
গ্রাম-গঞ্জ-শহর
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার ডিলারের বিরুদ্ধে উপকারভোগীদের ক্ষোভ
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে