রাজশাহী ব্যুরো: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বুধবার সকালে মহানগর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, হাফেজ নুরুজ্জামান, ডা: হাসানুজ্জামান হাসু, বোয়ালিয়া থানা আমীর আবুবকর সিদ্দিক মতি, সেক্রেটারি অধ্যক্ষ আদিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। একটি স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমতাবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

কুমিল্লা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় মহানগর জামায়াতের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মোছলেহ উদ্দিন।মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মফিজুর রহমান, মু.লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে; তাহলেই স্বাধীনতা অর্জন স্বার্থক ও সফল হবে। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নীলফামারী সংবাদদাতা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে জেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আমান. জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু,সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ্ প্রমুখ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকা উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোখলেসুর রহমান। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম। পৌরসভার আমীর মোজাম্মেল হক প্রমুখ।

পঞ্চগড় সংবাদদাতা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামাযাতে ইসলামী এর দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জামায়াতের নেতাকর্মীরা অংশ নেয়

পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর ও পঞ্চগড়-১ আসনের জামায়াত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।

এসময় জেলা জামায়াতে সেক্রাটারি মাওলানা মো: দেলোয়ার হোসেন, শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদিনসহ প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে টেকেরহাটের কিং রেস্তোরাঁর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আহমেদ আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি এড মিজানুর রহমান, পৌর আমীর মোশাররফ হোসেন। বীর মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনতা এতে অংশ গ্রহণ করেন।

আশাশুনি সাতক্ষীরা সংবাদদাতা: আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র‌্যালি করেছে। বুধবার সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, ছাত্রশিবির সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান, যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন, শোভনালী সভাপতি এনামুল কবির, বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা তাড়াশ উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে সকালেই উপস্থিত হয়। উপজেলা আমীর খম সাকলাইন সাহেবের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, অফিস সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মোঃ ইউনুছ আলী, অধ্যাপক আবুল বাশার পৌর সভাপতি মোঃ কাওছার হাবিব মাওলানা ফজলুল হক, মাওলানা আঃ বারি, মাওলানা আবুল হাশর ইসাহাক আলী, মাওলানা জহুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।