জামালপুরের সরিষাবাড়ীতে নামাযরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পোগল দিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পোগল দিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি প্রতিদিনের মতো সোমবার মসজিদে এশার নামাযের আযান দেন এর পর সুন্নত নামায পড়া শুরু করলে সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।