গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সুমনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঝুট ও অন্যান্য দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের সুমন,অসিত ও রফিকের গুদামেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। অবশেষে চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতির নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।