জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. বছির উদ্দিন (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা অর্থদন্ড করা হয়। মো. বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। জামালপুর জেলা ও দায়রা জাজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ. আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এড. ফজলুল হক ও আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এড. মোবারক হোসেন। মালার রাষ্ট্র পক্ষের আইনজীবী এড. মো. ফজলুল হক বলেন, অভিযুক্ত বছির উদ্দিননের সঙ্গে ভুক্তভোগী মামলার বাদী মোছাঃ রেখা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত। রেখা খাতুন বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্ত তাতে রাজি হননি। ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন মোছাঃ রেখা খাতুন।