নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলী সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। র‌্যাব-১১’র বিসিজিএম লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলেন, র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্র্ধষ অস্ত্রধারী সন্ত্রসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলী ও ২ রাউন্ড কার্তুজ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা খোরশেদ (৪৬), রিপন (৩০), জয় (২৬)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।