মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে মানবিক ডাক্তার সুজন শরীফের ব্যবস্থাপনায়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শহরের ৫ নং ওয়ার্ডের অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে মানবিক ডাক্তার মুহাম্মদ সুজন শরীফের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক পাটোয়ারী, পৌরসভার আমির এইচ এম বাইজীদ, পৌর জামায়াতের সেক্রেটারি উজ্জল হোসেন ।২ নং ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন মুন্সি নায়েবে আমির বলেন, “মানবসেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। জামায়াত সব সময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকতে বদ্ধপরিকর।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ব্যবস্থাপনা প্রদান করেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ প্রফেসর শফিকুর রহমান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাফায়েত দোজা বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আনিসুর রহমান বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা করিম নায়লা প্রমুখ।