মুরাদনগর (কুমিল্লা) থেকে : নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের খোষঘর এলাকার হিরাপুর কবরস্থান সংলগ্ন বুড়ি নদীর মোহনা খালের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন পার্শ্ববর্তী ফুলতলী গ্রামে এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করতে যান। রাত ৮টার দিকে তিনি মেকারকে জানায়, অটোরিকশার বাকি কাজ পরদিন করাবেন এবং যাত্রী নিয়ে ভাড়ায় বের হচ্ছেন। এরপর থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনা¯’লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত আলাউদ্দিনের স্ত্রী রাজিয়া আক্তার বিলাপ করতে করতে বলেন, “আমি তিনটা ছোট বা”চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ীকে নিয়ে কোথায় দাঁড়াব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে? কে দেখবে আমাদের?” বাবার মরদেহ দেখে সন্তানদের গগনবিদারী কান্নায় উপ¯ি’ত পথচারী ও ¯’ানীয়দের চোখ ভিজে ওঠে।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ¯’ানীয়রা খাল থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে কচুরিপানা সরিয়ে আলাউদ্দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যেহেতু নিখোঁজের ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করা হয়েছিল, তাই পরবর্তী আইনি প্রক্রিয়া সেখানেই সম্পন্ন হবে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।