মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ (সদর-গজারিয়া)আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। বুধবার ১ লা অক্টোবর দুপুর ১২ টা থেকে এ সব মন্দির পরিদর্শন করেন, পরিদর্শনের সময় তিনি হিন্দু ধর্মলম্বীদের সাথে কথা বলেন। তিনি বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের লোকেরা রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা ভোগ করবে শুধুমাত্র ধর্মীয় কারণে কারো উপরে কোন জুলুম সহ্য করা হবে না জামায়াত নেতাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, মুন্সিগঞ্জ পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ উজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন মুন্সী, জামায়াত নেতা আবু তাহের, মোহাম্মদ আবুল কাশেম সহ মুন্সিগঞ্জ পৌরসভার বেশ কিছু জামাতের নেতাকর্মী সাথে ছিলেন।