যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার(১০ই মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে জমি বন্ধকের ৬০ হাজার টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের মফিজুর রহমান (৫৫), মশিয়ার রহমান (৪০) ও সাইদুল্লাহ (৩৪) পিতা-মহিরউদ্দীন, একত্রিত হয়ে সুমনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা সুমনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বিকাল ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
গ্রাম-গঞ্জ-শহর
পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার(১০ই মে) দুপুর আনুমানিক