বাঘা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাঘায় বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দী ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৬টি গ্রামের ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে জামায়াতের একটি ত্রাণ দল। পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। জামায়াতে ইসলামীর উদ্যোগে চকরাজাপুর ইউনিয়নের প্রত্যন্ত আতারপাড়া, খাঁ পাড়া, চোমাদিয়া ও মানিকের চরের বন্যার্ত ২শ’ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী অধ্যাপক নাজমুল হক, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন (নূহু), সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনূস আলী, বাঘা পৌর আমির সাবদার আলী, চকরাজাপুর ইউনিয়ন সভাপতি আবদুল মমিন, চকরাজাপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জামরুল ইসলাম (জাহিদ) চকরাজাপুর ইউনিয়নের জামায়তের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সালাউদ্দীন, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, আকস্মিক বন্যায় প্লাবিত চকরাজাপুরে এই দুর্যোগে মর্মাহত। বন্যাদূর্গত মানুষের সহযোগিতা জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। জামায়াত যে কোন দুর্যোগে অতীতেও জনতার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।