চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাণীহাটির ফুলতলা মাঠে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের (সদর) নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইতিবাচক পরিবর্তন আনতে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, প্রতিপক্ষকে ঘায়েল করা, খুন-সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজীর রাজনীতির পরিবর্তন হতে হবে। ক্ষমতার পালা বদলের সাথে খুন রাহাজানি, ঘুষ ও লুটপাটের হাত বদল আমরা চাই না। যেখানে নেতার পরিবর্তনের সাথে সাথে আবার নতুন হাতে মানুষের ভোগান্তি আমরা চাই না। জামায়াত ক্ষমতায় গেলে ইতিবাচক রাজনীতির জন্ম দেয়া হবে। তিনি আরও বলেন, এ জেলায় বিশেষায়িত হাসপাতাল, ক্যান্সার-কিডনী হাসপাতাল করা হবে। আপনাদের ভাবতে হবে, কথায় নয় কাজে যারা বিশ^াসী। তাকেই ভোট দিবেন, তাহলে সবদিক দিয়ে উন্নয়ন হবে, আর পিছিয়ে থাকবে না। এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হোন। কৃষকদের সুদমুক্ত ঋণ দেয়া হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যামিলি ও কৃষি কার্ড প্রতারণার ফাঁদ। তাদের ফাঁদে পা দেবেন না। তিনি বলেন, সন্ত্রাসের অভায়রণ্যে পরিণত হয়েছে রাণীহাটি। এখানে সবচাইতে বড় অভাব হচ্ছে নিরাপত্তা। সকালে মানুষের ঘুম ভাঙে বোমার আওয়াজে। এমনকি মানুষের গোয়ালের গরুও এই চিহ্নিত চক্রের হাত থেকে রেহায় পাচ্ছে না। ব্যবসায়ীরা এদের ভয়ে দিশেহারা, তারা জমি দখল, ভাটা দখল করছে। জামায়াত নির্বাচিত হলে এই সন্ত্রাসীরা ১২ ফেব্রুয়ারীর পর এমনিতেই এলাকা ছাড়া হবে ইনাশাআল্লাহ। শান্তি ও উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামায়াতের রাজশাহীর সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর প্রমুখ।