পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা: পত্নীতলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নওগাঁর নজিপুরে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কেনাবেচায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ রোববার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড, উপজেলাগেটসংলগ্ন, কাঁচাবাজার, ধামইরহাট রোড সংলগ্ন সোনালী ব্যাংক এর সামনে এমন চিত্র দেখা যায়।

প্রচণ্ড ঠান্ডা ও নিম্ন তাপমাত্রার কারণে সকাল থেকেই মানুষ শীত নিবারণের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফুটপাতজুড়ে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার, কানঢাকা টুপি ও কম্বল। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের জন্য প্রয়োজনীয় গরম কাপড় পাওয়া যাচ্ছে এসব দোকানে। তুলনামূলক কম দামে গরম কাপড় মিলছে বলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের কাছে ফুটপাতের দোকানগুলো বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিক্রেতারা জানান, গত কয়েক দিন ধরে ঠান্ডা বাড়ায় তাদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক দোকানি ভোর থেকেই দোকান খুলে বসছেন এবং সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। কেউ কেউ বলছেন, এবার শীত মৌসুমে ব্যবসা ভালো হওয়ার আশা করছেন।

অন্যদিকে ক্রেতারা জানান, সামনে শীত আরও বাড়তে পারে এই আশঙ্কায় আগেভাগেই প্রয়োজনীয় গরম কাপড় কিনে রাখা হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য মোটা কাপড়ের চাহিদা বেশি দেখা যাচ্ছে।

স্থানীয়দের মতে, নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের এই অস্থায়ী বাজার শীতকালে সাধারণ মানুষের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। স্বল্প আয়ের মানুষ অল্প টাকায় প্রয়োজনীয় গরম পোশাক কিনতে পারায় এসব দোকান শীত মৌসুমে জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।