ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় ট্রাকের চাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা খাতুন সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় রিনা খাতুন নিজ বাড়ি থেকে মেয়ে বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে গোয়ালপাড়া বাজারে মিষ্টি কিনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী সবজি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিনা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন,রিনা খাতুন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা করছে বলে জানা গেছে।