নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো: কাইয়ুম খান। তিনি জানান, সকাল এগারোটার দিকে সাবেক মেয়র আইভীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন না কারায় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে আগামী ২৬ মে পরবর্তী শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করনে।
এর আগে বৃহস্পতিবার রাতভর উত্তেজনার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে দেওভোগের চুনকা কুটির থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গুলীবিদ্ধ হয়ে নিহত সিদ্ধিরগঞ্জ পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরে আদালতে তোলা হলে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তিনি বলেন, ভিআইপি বন্দি হিসাবে শুক্রবারই তাকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রেরণ করা হয়েছে।