কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান কোটচাঁদপুর পৌর শহরে ব্যাপক গণসংযোগ করেছেন। কলেজ স্ট্যান্ড, কলেজ পাড়া, বড় বামনদাহ, কাশীপুর, নওদাগ্রাম, বাজার, রাস্তা, গ্রাম, মহল্লা, চায়ের দোকানের মানুষের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। গণসংযোগকালে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “দুর্নীতি, অন্যায় ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে আসার আহবান জানান তিনি।”

তিনি আরও বলেন, “একটি আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এরপর অধ্যাপক মতিয়ার রহমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ড ঘুরে ঘুরে খোঁজখবর নেন। তাদের সুস্থতার জন্য দোয়া করেন। ডাক্তারের সাথে রোগীদের চিকিৎসা, ঔষধ দেওয়ার জন্য বলেন। হাসপাতালের সার্বিক বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন এর সাথে বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, কোটচাঁদপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মহসীন কবীর, মুন্সি সালাউদ্দীন, বাবুল হোসেন, বরকত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।