চকরিয়া সংবাদদাতা: চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়ন মাইজঘোনা পুরাতন জামে মসজিদ সংলগ্ন হাফেজখানা ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাইজঘোনাস্থ সকল কবরবাসীদের মাগফেরাত উদ্দেশ্যে ৬ষ্ঠ ক্বেরাত প্রতিযোগীতা ও ক্বেরাত সম্মেলন এবং দস্তারবন্দী অনুষ্ঠান বৃহস্পতিবার ১৫জানুয়ারি বৃহস্পতিবার মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ডুলাহাজারার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুম। মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ নূরীর সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাস্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী, রামু উপজেলা জোয়ারিয়ানাল হোসাইনিয়া এমদাদুল উলুম মাদরসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক, মাওলানা হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন মিজবাহ (লোহাগাড়া) ও মাওলানা মুহাম্মদ ইরশাদ উল্লাহ বিন ইনাম (সাহারবিল)। সভায় অতিথি ক্বারী হিসেবে কুরআন তেলাওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন ক্বারী মোহাম্মদ আতাউল্লাহ আযাদী (চট্টগ্রাম), ক্বারী মুহাম্মদ সোলাইমান (চকরিয়া) ও ক্বারী মুহাম্মদ ইউনুস (পেকুয়া)। মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ মাওলানা নুরুল আবছার ও সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল নাহিনের সার্বিক তত্ত্বাবধানে দস্তারবন্দী হয়েছেন ৭জন হিফয সমাপ্তকারী হাফেজ।
গ্রাম-গঞ্জ-শহর
মাইজঘোনা হাফেজখানা হাফেজদের দস্তারবন্দী
চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়ন মাইজঘোনা পুরাতন জামে মসজিদ সংলগ্ন হাফেজখানা ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে
Printed Edition