বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : কক্সবাজার জেলার মহেশখালীর দুই জনকে অস্ত্রসহ আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। আটক আসামীদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (১টি এলজি) উদ্ধার ও অস্ত্র বহনকারী একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক আসামীরা হলো- মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার আহমদ মোস্তফা (২৬), অনিক কান্তি দে (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে বাঁশখালী উপজেলা সদরস্থ ডায়াবেটিস সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি মিনি ট্রাক তল্লাশি করে থানা পুলিশ, এসময় ট্রাকটির ভেতর থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (১টি এলজি) উদ্ধার করা হয় এবং অস্ত্র বহনকারী মিনি ট্রাকসহ আসামীদ্বয়কে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ সেকেন্ড অফিসার আরিফুল ইসলাম।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, আটক আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধ দমনে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী পুলিশি অভিযান অব্যাহত থাকবে।